এ আর ইব্রাহিম আহমেদ (মাধবদী থানা প্রতিনিধি):
আজ ২২শে নভেম্বর-‘২০, রবিবার। নরসিংদী জেলার সকল ইউনিয়নের গৃহীত সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমনের Second Wave মোকাবেলায় জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন (জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী)। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসন নরসিংদী, আয়োজনে: উপজেলা প্রশাসন নরসিংদী ,সদর নরসিংদী। সৈয়দা ফারহানা কাউনাইন এর তত্ত্বাবধানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন ও জনসচেতনতা মূলক বক্তব্য শেষে নরসিংদী জেলার সকল ইউনিয়নে একযোগে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেমের নেতৃত্বে ইউপি সদস্যগনের উপস্থিতিতে পাইকারচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় । জনাব আলহাজ্ব আবুল হাশেম সাহেব কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন সচেতনামূলক পরামর্শ ও সবাইকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান কার্যক্রম শেষ করেন।
Leave a Reply