জিহাদ খান (শিবচর উপজেলা প্রতিনিধি) : মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বর মাঠে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন এ কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন। শিবচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান,সরকারী বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোহরাওয়ার্দী,উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল হাসান, শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আর এ মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।
Leave a Reply