জিহাদ খান (শিবচর উপজেলা প্রতিনিধি):শিবচরে আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ শিবচরের ৭১ সড়কে বর্ণাঢ্য র্যালী বের করেন। পরে স্থানীয় চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে,জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা,সাধারন সম্পাদক খায়রুজ্জামান খানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply