কক্সবাজারের উখিয়ায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন মহাসড়কে টেকনাফগামী সেন্টমার্টিন পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। এদিকে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নিহত মনির আহমদ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে। অপরজন অটোরিকশা চালক পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম।
আহত নোয়াপাড়ার মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরজনকে টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply