সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে অপহরণের ছয় দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে বেলকুচি উপজলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ির একটি ধৈইঞ্চা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। পরে হত্যার সঙ্গে জরিত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে।
নিহত কিশোরের নাম ইয়ামিন (১০)। সে বেলকুচি উপজলার চর রান্ধুনীবাড়ি গ্রামের লাল চাঁনের ছেলে।
নিহত ইয়ামিনের বাবা লাল মিয়া জানান, গত ২৫ জুন তার ছেলে ইয়ামিন বাড়ি থেকে নিখাঁজ হয়। নিখোঁজ হওয়ার এক দিন পর অপহরণকারীরা তার মুঠোফানে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবিতে ফোন করে। ফোন পেয়ে পরিবারের লোকজন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরপর মঙ্গলবার পুলিশ ইয়ামিনের লাশ উদ্ধার করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আমরা সোমবার রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সুমন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ইয়ামিনের লাশ রান্ধুনিবাড়ি গ্রামের একটি ধৈইঞ্চা ক্ষেত থেকে উদ্ধার করেছি।
লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সুমনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply