ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ;
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধনে বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।
প্রিলিমিনার পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদেরকে গেজেটের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুমতি না থাকার অভিযোগে পুলিশ ব্যানার কেড়ে নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ২০১৭/২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা করোনাভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় তাদেরকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবী মো. কাউছার মিয়া, শফিকুল ইসলাম, মো. আজমল হোসেন, আপেল মাহমুদ, মো. মুরাদ মিয়া প্রমুখ অংশ নেন।
Leave a Reply