জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মামাতো ভাইয়ের সঙ্গে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন আপন দুই ভাই-বোন। বুধবার দুপুরে উপজেলার পার্থশী ইউপির হারিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই-বোন উপজেলার পার্থশী ইউপির হাড়িয়াবাড়ীর আনু মিয়ার ছেলে আলামিন ও মেয়ে আলপিনা। দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের মামাতো ভাই বেলাল হোসেনের সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় আলামিন ও আলপিনা। পরে স্থানীয়রা শিশু দুটিকে খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে আপন দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply