নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তিন এলাকায় পৃথক অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. জয়নাল আবেদীন, মো. আল আমিন ও মো. জহিরুল ইসলাম। র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে রাজধানীর দক্ষিণ মাতুয়াইল এলাকা থেকে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া ডেমরা থানার স্টাফ কোয়ার্টারে হাজী হোসেন প্লাজা থেকে ৭০ পিস ইয়াবাসহ অপর একজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, র্যাব-১০ এর অপর অভিযানে লালবাগ এলাকা থেকে ৬৮ ক্যান বিয়ারসহ মো. জহিরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply