নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের এই দুর্যোগে সারাদেশের মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে সারাদেশে এ পর্যন্ত ত্রাণ পেয়েছে সাত কোটি ২৮ লাখেও বেশি মানুষ।
৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৮৩৮ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৯১ হাজার ২৮৯ এবং উপকারভোগী লোক সংখ্যা সাত কোটি ২৮ লাখ ৯ হাজার ৮৯০ জন।
এছাড়া নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯১ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৪২৯ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৮ লাখ ৬৮ হাজার ১৬২ এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৭৩১ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা। এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৫ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ১৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ২৯ হাজার ১১৫ এবং উপকারভোগী লোক সংখ্যা ১৭ লাখ ২৩ হাজার ৬৭৩ জন।
Leave a Reply