গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে নতুন করে ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দুই হাজার ১৫৯ জন হলো।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ও মহানগরের ১৮ জন, কালীগঞ্জে পাঁচজন, কালিয়াকৈরে সাতজন, শ্রীপুরে ছয়জন ও কাপাসিয়ায় ছয়জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ২৮২ জন। এছাড়া নতুন একজনসহ মোট মারা গেছেন ৪৪ জন।
Leave a Reply