কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একই পরিবারের আটজনসহ ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৭০৮ জন হলো।
শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. এইচ.এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ২৬৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরমধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এছাড়া সাতজনের ফলোআপ নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।
সিভিল সার্জন আরো জানান, কুষ্টিয়ায় এ পর্যন্ত ৭০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০২ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১২ জনের।
Leave a Reply