নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশন অন্তর্গত সবুজবাগে গোড়ান মাঠ সংলগ্ন খালি জায়গায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, সংসদ সদস্য, ঢাকা- ৯। এ সময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
Leave a Reply