ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৮২ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ২৬০ জন হলো।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৩৮৬টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, নবীনগরে ২৪ জন, কসবায় ১১ জন, আশুগঞ্জে ছয়জন, আখাউড়ায় ছয়জন, সরাইলে দুইজন ও বিজয়নগরে সাতজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭০ জন ও মারা গেছেন ২১ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৯০৬ জন। এর মধ্যে জেলায় ৮৭২ জন ও অন্য জেলাতে ৩৪ জন।
Leave a Reply