কক্সবাজার প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ধরে ফাঁকা পড়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে নেই জেটস্কি বা গোসল করার অন্যান্য সামগ্রী। এতে বেকার সময় কাটাচ্ছেন এখানকার হাজারো ব্যবসায়ী ও কর্মচারী। এরই মাঝে আশার আলো দেখাচ্ছে সৈকতে ভেসে আসা সোনার বিভিন্ন গহনা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেটস্কির চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা খোঁজে বেড়ান সোনা। যা নতুন করে ভাবিয়ে তুলছে কক্সবাজারের মানুষকে।
সরজমিনে গিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা যায়, ব্যস্ত সৈকতের হকার ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা নেমে পড়েছেন সোনার খোঁজে। দিন শেষে মিলছে সোনার আংটি, চেইন বা তার চেয়ে বেশি কিছু। কিন্তু রহস্যজনক কারণে অনেকে প্রকাশ করতে চাচ্ছেন না আসলে কি পাচ্ছেন তারা।
ডাব ব্যবসায়ী জসিম বলেন, লকডাউনের প্রতিদিনই সৈকতে আসি সোনর খোঁজে। পেয়েছি দুইটি আংটি। এখনো অব্যাহত রেখেছি সোনা আরো পাওয়ার আশায়।
Leave a Reply