নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী বুধবার থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে যাওয়ায় ডিএসই এ পরিবর্তন এনেছে।
মঙ্গলবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ডিজিএম মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৮ মার্চ ডিএসই’র ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল।
১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরবর্তী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে ১৮ জুন থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুনরায় নির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
Leave a Reply