আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড করেছে ইরান। দেশটিতে একদিনে ২০০ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সিমা সাদাত লরি এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২লাখ ৯ হাজার ৪৬৩ জন।
ইরানে মৃত্যুর হার বৃদ্ধির জন্য দেশটিতে চলমান নিষেধাজ্ঞা অনুসরণ না করাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী। গত সপ্তাহে, নতুন করে সংক্রমণ বৃদ্ধির পরে পুনরায় কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে শুরু করে ইরান।
সূত্র- আল জাজিরা
Leave a Reply