আন্তর্জাতিক ডেস্ক:
চারিদিক ঘেরা ঘন সবুজে। সবুজের স্বর্গপুরীর বুক চিরেই চলে গেছে দিগন্ত বরাবর রেললাইন। সেই পথ ধরেই ৩০ বছর হেঁটেছেন পোস্টম্যান ডি শিবন।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র সূত্রে জানা গেছে, একটানা ৩০ বছর, প্রতিদিন চিঠি পোঁছানোর কাজ করার পর অবশেষে অবসর নিলেন পোস্টম্যান ডি শিবন। তিনি তার কর্মজীবনে কুণুর দুর্গম এলাকাতে তিনি চিঠি পৌঁছে দিয়েছেন। এই কাজের জন্য তাকে ঘন বন, পিচ্ছিল নদী স্রোত এসবের মধ্যে দিয়েই যেতে হত। ইন্ডিয়া পোস্টে চাকরি করার সময় তিনি হাতি কিংবা ভালুকের তাড়াও খেয়েছেন।
সম্প্রতি আইএএস সুপ্রিয়া শাহুর একটি পোস্টে সংবাদে এসেছেন ডি শিবন। ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। আইএএস সুপ্রিয়া শাহু ডি শিবনের একটি ছবি পোস্ট করে লেখেন, পোস্টম্যান ডি শিবন রোজ ১৫ কিলোমিটার হেঁটে কুনুরে চিঠি পৌঁছে দেন। হাতির হানা, ভালুকের খপ্পর থেকে বেঁচে ঝর্ণা পেরিয়ে পিছল পথ ধেরে হেঁটে একটানা ৩০ বছর এই কাজ করছেন তিনি। গত সপ্তাহ তিনি অবসর নিলেন।
টুইটারে ওই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। এরইমধ্যে সেটি ১৫ হাজারের বেশি রিটুইট হয়েছে। এছাড়াও দেড় হাজারের বেশি কমেন্ট এসেছে পোস্টটিতে। অনেকে লিখেছেন, মিঃ শিবনকে অবসরকালীন জীবনের জন্য শুভেচ্ছা। তার এই কাজের জন্য নিঃসন্দেহে তিনি অনেকের কাছে রোল মডেল হয়ে উঠবেন।
Leave a Reply