নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন স্মৃতিপটে অম্লান হয়ে থাকবেন।
শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের এক শোক বার্তায় সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে এ কথা বলেন তিনি।
শোক বার্তায় হাছান মাহমুদ বলেন, সাহারা খাতুনের মৃত্যু একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিকের জীবনাবসান। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ও রাজনীতিতে তার অবদান আমাদের স্মৃতিপটে অম্লান হয়ে থাকবে।
এ সময় তিনি প্রয়াত সাহারা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেন সাহারা খাতুন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
Leave a Reply