ক্রীড়া ডেস্ক:
ফুটবল ছাড়লেন ক্রিস্ট্যাল প্যালেস ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মিল জেডিনাক। তিনি বলেছেন,‘ নতুন অধ্যায়ের সময় এসেছে’। ২০১৮ সালে সালে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে এসেছেন তিনি। তার পর থেকে কোনও পেশাদার খেলা খেলেননি জেডনিক।
৩৫ বছর বয়সি এই সকারুস ২০১১ সালের তুরস্কের জেনক্লেরবিরলিগি থেকে লন্ডনের প্যালেসে যোগ দেয়ার পর ৫ বছর সেখানে কাটিয়েছেন। তার নেতৃত্বেই প্যালেস ২০১৩ সালে প্লে অফ খেলে প্রিমিয়ার লিগে ফিরেছিলো।
২০১৬ সালে তিনি এ্যাস্টনভিলায় যোগ দেন। কিন্তু পরে ২০১৮-১৯ সেখান থেকে ছাড়পত্র নেন। সবাই ধারনা করছিল ক্যারিয়ার শুরু করা অস্ট্রেলিলয়ার এ লিগের ক্লাবে ফের যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু ৩৫ বছর বয়সি রক্ষনাত্মক এই মিডফিল্ডার নিজের ইনস্টগ্রাম একাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে তিনি অবসরে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন,‘ওয়েস্টার্ন সিডনিতে তরুণ বয়সেই আমি পেশাদার ফুটবলার হবার স্বপ্ন দেখেছিলাম। আমার ওই লক্ষ্য সফলতার সঙ্গেই পূর্ণ হয়েছে। অর্জন করেছি প্রচুর অভিজ্ঞতা। চ্যালেঞ্জ ও স্মৃতিটুকু সব সময় আমার সঙ্গে থাকবে।
আমার এই সাফল্যে সহযোগিতা সুযোগ করে দেয়া ক্লাবগুরোকে আমি ধন্যবাদ জানাই। এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার’।
Leave a Reply