নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ থানার পরীবাগ থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আটক জসিম ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
রোববার বিকেলে র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে পরীবাগের শাহ সাহেব রোডের শেলটেকের উল্টো পাশ থেকে তাকে আটক করা হয়। জসিম অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির দুটি মামলা রয়েছে।
আটক জসিমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায়। তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এবিএম ফাইজুল ইসলাম।
Leave a Reply