নিজস্ব প্রতিবেদক;
সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দম কমিশন (দুদক)। আজ দুদকের পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।
যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ডা: মোঃ শাহজাহান, সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ), বর্তমানে-সহকারী পরিচালক (প্রশাসন), সিএমএসডি ; ডা: সাব্বির আহম্মেদ, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ত্ব স্টোর, সিএমএসডি, ঢাকা; কবির আহম্মেদ, স্টোর অফিসার, সিএমএসডি, ঢাকা; মোঃ ইউসুফ ফকির, সিনিয়র স্টোর কিপার, সিএমএসডি, ঢাকা; ডা: মোঃ জাকির হোসেন, উপপরিচালক ও পিএন্ডসি, সিএমএসডি, ঢাকা; ও ডা: জিয়াউল হক, সাবেক-মেডিকেল অফিসার (চিফ কো-অডিনেটর), সিএমএসডি, ঢাকা। এদের মধ্যে প্রথম তিনজনকে ১৯.০৭.২০২০ তারিখে এবং পরবর্তী তিনজনকে ২০.০৭.২০২০ তারিখে তলব করা হয়েছে।
তলবি নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্ত নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
Leave a Reply