1. admin@banglarrobi.com : admin :
  2. jahedulhaque24@gmail.com : Masud Rahman : Masud Rahman
রবিবার, ১৬ মে ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
সংবাদাতা নিয়োগ চলছে... যোগাযোগ : 01708515535

এশিয়ান জায়ান্ট হর্নেট করোনাভাইরাসের মধ্যেই নতুন হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের মধ্যেই নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভিমরুল। এশিয়ান জায়ান্ট হর্নেট নামের ভয়ঙ্কর প্রজাতির এই ভিমরুল মানুষ ও মৌমাছি চাষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ইউএস টুডে’র এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি ওয়াশিংটনেও এই ভিমরুলের দেখা মিলেছে। ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মতে, এই হর্নেট মানুষের জীবনের জন্য হুমকি। তাই এ থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

এছাড়াও কুয়েত টুডের এক ভিডিওতে দেখা গেছে কুয়েতে কিছু ভিমরুলের চিত্র। কালো ও কমলা রঙ এর মিশ্রণের ডোরা কাটা জায়ান্ট হর্নেট ৫ সেন্টিমিটারের বেশি লম্বা। সঙ্গে রয়েছে হুল। এরা প্রচণ্ড আক্রমণাত্বক।

মৌমাছি মূলত এই জাতের ভিমরুলের প্রধান খাবার। এদের প্রচন্ড শক্তিশালী চোয়াল রয়েছে। ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লার্ভাকেও এরা খেয়ে ফেলে। ফলে মৌচাষ ও ফুল চাষের বড় ধরণের ক্ষতি করে এই ভিমরুলগুলো।

মূলত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বনে এই জায়ান্ট হর্নেটের দেখা মেলে। পোকামাকড় খেয়েই তারা বেচে থাকে। পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরণের বিষ নির্গত করে জায়ান্ট হর্নেট। এর বিষাক্ত কামড়ে মৃত্যুও হতে পারে। এমনকি এর বিষ মৌমাছির তুলনায় সাত গুণ বেশি। গরমের শেষের দিকে মূলত এই ভিন্ন প্রজাতির ভিমরুলের দেখা মেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2021 Banglarrobi.com
Theme Customization By NewsSun