বিনোদন প্রতিবেদক:
দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুর আগে পছন্দ করে গেছেন তাঁর শেষ ঠিকানা। তাঁর পছন্দের জায়গাটি হলো রাজশাহীর খ্রিস্টান কবরস্থানের ক্রিসমাস গাছের ছায়াতল। সেখানেই তাঁকে সমাহিত করতে প্রস্তুত করা হচ্ছে জায়গাটি।
গতকাল রবিবার গিয়ে দেখা গেছে, রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে দক্ষিণ দিকে অবস্থিত সার্কিট হাউস। হাউসটির বিপরীত দিকের গলিতে অবস্থিত খ্রিস্টান কবরস্থান। এর আশপাশে পুরো এলাকা অনেক নীরব। লোকজনের তেমন চলাফেরা নেই। ঢালিউডের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুতে পরিবেশও যেন শোকে ভারী হয়ে উঠেছে।
কবরস্থানের সবুজ গেটটি পার হতেই বাম পাশে বিশাল একটি ক্রিসমাস গাছ (ট্রি)। কথা হয় কবরস্থানটির দায়িত্বে থাকা রূপক নামে এক যুবকের সঙ্গে।
ক্রিসমাস গাছটির দিকে ইশারা করে তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর দাদা নিজের সমাধির জন্য এই জায়গাটি পছন্দ করে গেছেন। সে জন্য এখানেই তাঁর কবর প্রস্তুত করা হচ্ছে।’
Leave a Reply