সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে র্যাব পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের ৪ ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে র্যাব ১২, স্পেশাল কম্পানি সিরাজগঞ্জ এর কম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি এর নেতৃত্বে র্যাবের একটি দল সদর থানা এলাকায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার তেলকুপি এলাকা থেকে এস কে ডি প্রোডাক্টসের মালিক শ্রী সঞ্জয় কুমার দাসকে অবৈধভাবে খাদ্য উৎপাদন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ১ লাখ টাকা, মেহমান সেমাই কারখানার মালিক মোসা. কামরুন নাহারকে অবৈধভাবে খাদ্য উৎপাদন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ১ লাখ টাকা, কড্ডার মোড় থেকে ভাই ভাই এন্টাপ্রাইজের মালিক মো. লিটন শেখকে পণ্যের মোড়কে ওজন না থাকায় ২০ হাজার টাকা এবং পৌর এলাকার হোসেনপুর মহল্লা থেকে নিউ রবিউল মেডিক্যাল হলের মালিক মো. রবিউল ইসলাম (৩৫)-কে বিক্রয়নিষদ্ধ ওষুধ সংরক্ষণ করায় দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুলপরিমাণ বিক্রয়নিষিদ্ধ ওষুধ ও ভেজাল সেমাই জব্দ করা হয়।
Leave a Reply