ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সামনে আরো চারটি ম্যাচ খেলতে হবে লাল-সবুজের দলকে। করোনার কারণে পিছিয়ে যাওয়া এই ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বরে হওয়ার কথা। তিনটি গুরুত্বপূর্ণ হোম ম্যাচ রয়েছে আফগানিস্তান, ভারত এবং ওমান এর বিপক্ষে। অধিনায়ক জামাল ভুঁইয়ার মত তিন ম্যাচেই পজিটিভ রেসাল্ট চান জানালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় তপু বলেন, আমরা ৮ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম ম্যাচ টি খেলবো। আমরা তিন মাসের ও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি আগস্ট মাসে আমাদের ক্যম্প টি শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাবো। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো। আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলে ও শেষ মুহূর্তে আমরা হেরেছিলাম তাজিকিস্তানে। কিন্তু দলগত ভাবে তুলনা করতে হলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকবো। আমরা দেশের বাইরের ম্যাচ গুলোতে ভালো খেলেছি। তাই আমরা আশা করছি আমরা হোম ম্যাচেও ভালো করবো। আমি একটি পজিটিভ ফলাফল আশা করছি।
ভারতের সঙ্গে শেষ মুহুর্তেরর হারের ব্যাপারে তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ওদের হোম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়ে ও দুর্ভাগ্যবশত হেরেছিলাম। সেখানে তাদের বিপক্ষে ভালো খেলাটা এবার পজিটিভ ভূমিকা রাখবে। আমরা ওদের সম্পর্কে জানি, ওদের বিপক্ষে খেলেছি। আমি তাদের সঙ্গে আমাদের কোন পার্থক্য খুজে পাইনি। আমাদের উভয়ই সমান অবস্থানে রয়েছি। এর পাশাপাশি আমরা হোম ম্যাচের অতিরিক্ত সুবিধা পাচ্ছি।
ওমানের বিপক্ষে দলগত ভালো খেললে সফলতা আসবে মনে করেন তপু। ‘আমরা জানি যে ওমান একটি শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের মাটিতে ১-৪ গোলে পরাজিত হই। আমি মনে করি সেটিই ছিলো কোলিফায়ার্সের সব থেকে কঠিন ম্যাচ। আমরা আমাদের দেশের বাইরে খেলেছি আর এবার ওমান ওদের দেশের বাইরে খেলতে আসছে। ওমানের বিপক্ষে আমাদের দলের সকলেই ভালো খেলার চেষ্টা করবো। আমি মনেকরি, তাদের বিপক্ষে দলগত ভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাবো’।
তিন ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী তপু বলেন,সব শেষে আমি আমাদের তিনটি ম্যাচেই ভালো ফলাফল এর ব্যাপারে আশাবাদী।
Leave a Reply