পটুয়াখালী প্রতিনিধি:
নলকূপের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস। আর এই গ্যাসের সাহায্যে হচ্ছে রান্না। পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউপির বড়হরপাড়া গ্রামে নাসির উদ্দিনের বাড়ি মিলছে এমন চিত্র।
নাসির উদ্দিন জানান, দুই মাস আগে নলকূপ বসায়। এ সময় পাইপ স্থাপনের সময় ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। মঙ্গলবার সকালে নলকূপের সঙ্গে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করি। এসময় গ্যাস বের হতে দেখে পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করা হয়। বিষয়টি পটুয়াখালী-৪ আসনের এমপিসহ ইউএনওকে জানানো হয়েছে।
খবর পেয়ে বুধবার নাসির উদ্দিনের বাড়ি বুধবার পরিদর্শন করেছেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
তিনি জানান, খবর পেয়ে নাসির উদ্দিনের বাড়ি পরিদর্শন করা হয়েছে। ধুলাসার ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এই গ্যাসের কাছাকাছি আগুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আরো দুয়েকদিন দেখার পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Leave a Reply