সাতক্ষীরায় ২৮০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি মোটরসাইকেল ও মোবাইল আটক করা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউপির চুনা নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির কদমতলা গ্রামের সমশের খানের ছেলে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply